1. enayetnagarhighschool@gmail.com : ENAYET NAGAR HIGH SCHOOL : ENAYET NAGAR HIGH SCHOOL
  2. jmitsolution24@gmail.com : support :

প্রধান শিক্ষকের বাণী

এনায়েতনগর উচ্চ বিদ্যালয়টি ১৯৬৮ সনে প্রতিষ্ঠিত । উক্ত প্রতিষ্ঠানটি দক্ষিন দিক খোলা ছায়া সুনিবির সুসমৃদ্ধ মনোরম পরিবেশে অবস্থিত । যার যোগাযোগ ব্যবস্থা ভাল । বাহ্যিক ও আভ্যন্তনির দিক থেকে এটি একটি অনন্য প্রতিষ্ঠান, অন্যদিকে প্রানবন্ত ও প্রস্ফুটিত । বর্তমান সরকারের প্রগতিশীল শিক্ষা ব্যবস্থার সাথে তালমিলিয়ে চলছে অত্র বিদ্যালয়টি ভালোবাসে ।বর্তমান শিক্ষা কারিকুলামে যোগ হয়েছে আনন্দময় ও বাস্তবমূখী শিক্ষা ব্যবস্থা,যা প্রনয়ন করতে আমরা বদ্ধ পরিকর ।
এছাড়া গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশ মোতাবেক খোলা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, এতে নিজ নিজ প্রতিষ্ঠানসমূহের বাস্তবচিত্র খুজতে বা সংরক্ষন করতে সহজতর হবে । বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে সচ্ছতা ও জবাবদিহিতার জন্য ডাইনামিক ওয়েবসাইট প্রয়োজনীয়তা অপরিসীম। এর মাধ্যমে সমস্ত জড়তা অবহেলা ও কালক্ষেপন না করে প্রতিষ্ঠানটি দিবালোকের মত পরিচ্ছন্ন হবে ।

প্রধান শিক্ষক
এনায়েতনগর উচ্চ বিদ্যালয়
কালকিনি,  মাদারীপুর।

© All rights reserved © 2023
Mainntenance BY School Web