1. enayetnagarhighschool@gmail.com : ENAYET NAGAR HIGH SCHOOL : ENAYET NAGAR HIGH SCHOOL
  2. jmitsolution24@gmail.com : support :

প্রতিষ্ঠান পরিচিতি

সূচনা ঃ তিন দিকে নদী বেষ্ঠিত সবুজ শ্যামলী ছায়া ঘেরা এনায়েতনগর ইউনিয়নের প্রানকেন্দ্্ের মাথা উচু করে দাড়িয়ে আছে এনায়েতনগর উচ্চ বিদ্যালয় । আজ যে বিদ্যালয়টির অবদান অজ¯্র কৃতিসন্তান, তার ইতিহাস একদিনের নয় । তাই অত্র বিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য জানা আবশ্যক। কাজেই যতদুর জানা যায়,তার উপর নির্ভর করে নি¤েœ তথ্য প্রদানের ক্ষুদ্র প্রয়াস সন্নিবেশিত করলাম ।
অত্র বিদ্যালয়ের ইতিহাস ঃ ইতিহাস পর্যালোচনা করলে জানা যায়, এনায়েতনগর ইউনিয়নের কৃতি সন্তান মরহুম আবদুল গনি মুন্সী ও মরহুম আবদুল খালেক বেপারী এরা বিদ্যোৎসাহী ব্যাক্তি হিসাবে অত্র ইউনিয়ানের সর্ব সাধারনের প্রচেষ্ঠায় এনায়েতনগর উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন ১৯৬৮ সনে । যার প্রতিষ্ঠতা সদস্য মরহুম আবদুল গনি মুন্সী এবং দাতাসদস্য মরহুম আবদুল খালেক বেপারী। যারা বিদ্যালরে স্মৃতির সাথে চিরঅ¤øান । মরহুম আবদুল খালেক বেপারী ও মরহুম ছত্তার বেপারী ১.২৯ একর এবং মরহুম আবদুল গনি মুন্সী ০.৬৯ একর জমি দান করেন।
অবস্থা, পরিবেশ ও ঐতিহ্য ঃ অত্র বিদ্যালয়টি মাদারীপুর জেলায় অন্তর্গত কালকিনি থানাধীন এনায়েতনগর ইউনিয়নের প্রানকেন্দ্র অবস্থিত । সহজ সরল সাধারন মানুষের প্রানের আকুতি ও প্রচেষ্টায় অত্র বিদ্যালয়টি ছায়া সুনিবির সুশীতল সমতল ভূমিতে প্রতিষ্ঠিত। বিদ্যালয়টির উত্তরে খাল, তার সংলগ্ন পাকা রাস্তা , পূর্বে খালেকের হাট, তার সংলগ্ন পাকা রাস্তা ,পশ্চিমে শ্যামলীময় গ্রাম। ০১/০৬/১৯৬৮ ইং তারিখ বিদ্যালয়ের নি¤œ মাধ্যমিক হিসাবে প্রথম স্বীকৃতি দান করেন স্মারক নং ২১৫৯ (৩) তাং ০৩/০৫/১৯৬৯ । মাধ্যমিক একাডেমিক স্বীকৃতি প্রদান করা হয় ০১/০১/১৯৭২ ইং স্মারক নং অ ৪৫ (ক)/ফরিদ/২৬১০ তারিখ ২৭/০৭/১৯৭৪
বিদ্যালয়টি সৃষ্টি থেকে এ পর্যন্ত শুশৃংখল ও সুনামের সাথে পরিচলিত হয়ে আসছে এবং অত্যন্ত ভালো ফলাফল করে আসছে ।

 

© All rights reserved © 2023
Mainntenance BY School Web