1. enayetnagarhighschool@gmail.com : ENAYET NAGAR HIGH SCHOOL : ENAYET NAGAR HIGH SCHOOL
  2. jmitsolution24@gmail.com : support :

সভাপতির বাণী

সকল প্রসংশা মহান রবের । আমি জেনে আজ খুব আনন্দিত এই যে, এনায়েতনগর উচ্চ বিদ্যালয় আজ জ্ঞান , বিজ্ঞান ও সৃজনশীলতায় দক্ষতার সাথে নিজেদের অবস্থান করে নিয়েছে। এই জন্য আমি প্রতিষ্ঠানের সকলকে আমার পক্ষ থেকে প্রানঢালা অভিনন্দন জানাই ।নিয়মিত অধ্যায়নের পাশাপাশি সাহিত্য সংষ্কৃতি, ক্রীড়ানুশীল ও ধর্মীয় মূল্যবোধ চর্চায় শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ সহায়ক ভূমিকা পালন করে । মনোরম পরিবেশ ,বিশাল ক্যাম্পাস,দক্ষ ব্যবন্থাপনা ও একদল তরুন মেধাবী শিক্ষকের সমন¦য় গড়ে উঠা শিক্ষাপ্রতিষ্ঠান এনায়েতনগর উচ্চ বিদ্যালয়। মুক্তিযুদ্ধের চেতনায় বিকশিত জ্ঞান ,বিজ্ঞানের সমন্বয় গঠিত আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান । আমি গভীর শ্্রদ্ধা, সম্মান ও কৃতজ্ঞ চিত্তে স¥রণ করছি বিশিষ্ট দানবীর মরহুম আবদুল গনি মুন্সী,মরহুম আবদুল খালেক বেপারী এবং মরহুম ছত্তার বেপারীকে , যাদের দানকৃত ভূমির উপর বিদ্যালয়।
পরিশেষে আগামীর দক্ষ মেধাবী মানবসম্পদ গড়ার ক্ষেত্রে এই প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা রাখবে । এই প্রত্যাশায় আমি প্রতিষ্ঠানের মঙ্গল কামনাকরি।

© All rights reserved © 2023
Mainntenance BY School Web